ইন্দ্রানী হালদার ঢাকায়

ডিসেম্বর ৬, ২০১৪

indrani_halderঢাকা জার্নাল : ভারতীয় বাঙালি অভিনেত্রী ইন্দ্রানী হালদারের দেখা মিললো ৫ ডিসেম্বর সন্ধ্যায়। রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় দর্শক সারিতে রূপের জাদু ছড়িয়ে বসে ছিলেন তিনি।

এদিন ঢাকায় এসেছেন ইন্দ্রানী। উদ্দেশ্য ‘আলীবাবা ও চল্লিশ চোর’-এর কাহিনী নিয়ে মঞ্চস্থ নৃত্যনাট্য ‘বাঁদী-বান্দার রূপকথা’র প্রদর্শনীতে অংশ নেওয়া। এতে মর্জিনা চরিত্রে কণ্ঠদান করেছেন তিনি। জানা গেছে, ইন্দ্রানী আরও দু’একদিন ঢাকায় থাকবেন।

ইন্দ্রানী বললেন, ‘গত এক বছর ধরে এর পেছনে শ্রম দিয়ে আসছি আমরা। কাজটি নিয়ে প্রচুর আশা ছিলো। আমি বলেছিলাম, মঞ্চায়নের দিন যেন আমাকে বলা হয়। পৃথিবীর যে প্রান্তে থাকি না কেনো, আমি বাংলাদেশে আসবোই।’

কলকাতার বাংলা ছবি ছাড়াও ইন্দ্রানী হিন্দি ছবি আর টিভি ধারাবাহিকেও অভিনয় করেছেন। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি বেশ কয়েকবার পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

ঢাকা জার্নাল, ডিসেম্বর ৬, ২০১৪।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.