৯ জানুয়ারি শুরু বিশ্ব ইজতেমা, ইবোলার পাঁচ দেশে ভিসা নেই

নভেম্বর ২৬, ২০১৪

bishow_istemaঢাকা জার্নাল: আগামী বছরের ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা। তবে এবার ইবোলা আক্রান্ত পশ্চিম আফ্রিকার পাঁচটি দেশের মুসুল্লিরা ভিসা পাবেন না।

প্রতি বছরের মতো এবারো বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। ২০১৫ সালের ৯, ১০ ও ১১ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ইজতেমা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।  

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ইবোলা আক্রান্ত যেসব দেশ রয়েছে, তাদের আমরা ইজতেমায় না আসতে অনুরোধ করব। 

‘আমরা জেনেছি এ ধরনের পাঁচটি দেশ রয়েছে। এগুলো হলো- লাইবেরিয়া, মালি, সিয়েরালিওন, নাইজেরিয়া ও গিনি। এসব দেশের মুসল্লিদের আমরা অনুরোধ করব যাতে তারা না আসেন।’
 
মন্ত্রী জানান, এ সিদ্ধান্ত বাংলাদেশি মিশনে পৌঁছানো হবে। মিশন থেকে তাদের জানিয়ে দেবে। আমরা তাদের ভিসা না দেওয়ার জন্য অনুরোধ করব মিশনে।
 
প্রতিমন্ত্রী বলেন, এছাড়া অন্যান্য দেশের মুসল্লিদের পরীক্ষার জন্য বেসরকারি বিমান ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বিমানবন্দরে পরীক্ষার যন্ত্র স্থাপন করা হয়েছে।
 
বিদেশি মুসল্লিদের ভিসা সহজ করার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘পবিত্র হজের পর বাংলাদেশে যে মুসলিম জামায়েত হয় তা দ্বিতীয় বৃহত্তম মিলনমেলা। এজন্য বিদেশি মুসল্লিরা যাতে সুন্দরভাবে আসতে পারেন এবং তাদের যাবতীয় কার্যক্রম সঠিকভাবে করতে পারেন তার ব্যবস্থা নেওয়া হবে।
 
আসাদুজ্জামান খান কামাল জানান, আগামী ইজতেমায় বিদেশি মুসল্লিদের ইজতেমা চলাকালীন এক মাসের ভিসা ও ইজতেমা শেষে চিল্লা পালনের জন্য ৪৫ দিনের ভিসা দেওয়া হবে।
 
এছাড়া প্রতিবছরের মতো এবারও বিশ্ব ইজতেমার মাঠের প্রত্যেক প্রবেশ পথে সিসি ক্যামেরা, কন্ট্রোল রুম স্থাপন এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
 
যানজট নিরসনে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।  
 
বৈঠকে ইজতেমা প্রস্তুতি কমিটির সদস্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিজিবি, ওয়াসা এবং ইজতেমায় সেবাদানকারী অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

ঢাকা জার্নাল, নভেম্বর ২৬, ২০১৪

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.