বীনা মালিকের ২৬ বছরের জেল

নভেম্বর ২৬, ২০১৪

veena1-475x463ঢাকা জার্নাল: ধর্ম অবমাননার মামলায় ২৬ বছর জেলবাসের সাজা হয়েছে পাকিস্তানী অভিনেত্রী বীনা মালিকের৷ ওই মামলায় বীনার সঙ্গে একই সাজা হয়েছে পাকিস্তানের টিভি চ্যানেল জিও-টিভির মালিক শাকিল রহমান, বীনার স্বামী মালিক আসাদ ও টিভি উপস্থাপক শায়েস্তা লোদির৷ কারাদণ্ডসহ প্রত্যেককে ১৩ লাখ পাকিস্তানী রুপি জরিমানাও করেছে পাকিস্তানের গিলগিটের সন্ত্রাসবিরোধী আদালত৷

টাইমস অব ইন্ডিয়া জানায়, পাকিস্তানের জিও টেলিভিশন চ্যানেলে প্রচারিত একটি অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবারকে ঘিরে কটূক্তি ও ধর্ম সংগীতের অপব্যবহার করার দায়ে পাকিস্তান ও বলিউডের বিতর্কিত অভিনেত্রী বীনা মালিকসহ চারজনকে ২৬ বছরের কারাদণ্ড ও ১৩ লাখ রুপি জরিমানা করেছে আদালত।

আদালতের নির্দেশে বলা হয়েছে, যদি কেউ ১৩ লাখ রুপি জরিমানা দিতে না পারে, তাহলে তার সম্পত্তি বিক্রি করে ওই অর্থ সংগ্রহ করা হবে৷

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে জিও চ্যানেলে ওই অনুষ্ঠানে প্রচারিত হয়। এতে অংশগ্রহণ করেছিলেন বীনা মালিক। অনুষ্ঠানটি বীনা মালিকের বিয়ে উদযাপন উপলক্ষে প্রচারিত হয়। ওই সময় গান ও মন্তব্যের মাধ্যমে ধর্ম অবমাননা করা হয়েছে বলে অভিযোগ আনা হয়। যা পরে মামলা পর্যন্ত গড়ায়৷

উল্লেখ্য, বীনাসহ সকল অভিযুক্ত এখন দেশের বাইরে রয়েছেন। তবে ওই আদালতের রায় পাকিস্তানের অন্যান্য অঞ্চলে গ্রহণযোগ্য নয়।

ঢাকা জার্নাল, নভেম্বর ২৬, ২০১৪।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.