এখন জটিলতা নেই, যে কোনো সময় গ্রেফতার

নভেম্বর ২৫, ২০১৪

kamalঢাকা জার্নাল: সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর গ্রেফতারে আর আইনি জটিলতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, এখন আর আইনি জটিলতা নেই। যে কোনো সময় গ্রেফতার করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।

বেলা সাড়ে ১১টার দিকে মন্ত্রণালয়ে নিজ দফতরে ঢোকার আগে সাংবাদিকরা তার কাছে বহিষ্কৃত মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা, সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর গ্রেফতার প্রসঙ্গে জানতে চান।

এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, এখন আর আইনি জটিলতা নেই। যে কোনো সময় গ্রেফতার করা হবে।

এর আগে সোমবার দুপুরে সচিবালয়ে লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতারে হাইকোর্টের নির্দেশনা রয়েছে যেমন সত্য, তেমনি তিনি এখন সংসদ সদস্য রয়েছেন, সেটিও সত্য। তাকে গ্রেফতারে আইনি জটিলতা আছে। এর চেয়ে বেশি আমি জানি না।

এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সোমবার সংসদ অধিবেশন চলাকালে জানান, সংসদের বাইরে লতিফ সিদ্দিকীকে গ্রেফতারে তার অনুমতির প্রয়োজন পড়বে না।

এরপর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মঙ্গলবার লতিফ সিদ্দিকীর গ্রেফতার প্রসঙ্গে ইতিবাচক মন্তব্য করলেন।

ঢাকা জার্নাল, নভেম্বর ২৫, ২০১৪

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.