লতিফ সিদ্দিকী ঢাকায়

নভেম্বর ২৩, ২০১৪

Lotif_895102907ঢাকা জার্নাল: ঢাকায় ফিরেছেন আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে  বহিষ্কৃত সংসদ সদস্য লতিফ সিদ্দিকী।

রোববার রাত আটটা ৪০ মিনিটে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে ভারত থেকে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। রাত সাড়ে নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে (দোলনচাঁপা) অবস্থান করছিলেন। 

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার আসমা আরা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রবাসী টাঙ্গাইল সমিতির সমাবেশে হজ, তবলীগ জামাত ও প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি করেন তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

তার এসব মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যায় পুরো দেশ জুড়ে। পাশাপাশি রাজধানী সহ দেশজুড়ে তার নামে দায়ের করা হয় প্রায় দুই ডজন মামলা। মামলাগুলোর মধ্যে বেশ কটিতে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। ফলে নিজের দলেই নিঃসঙ্গ হয়ে পড়েন তিনি। এর ধারাবাহিকতায় গত ১২ অক্টোবর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তাকে মন্ত্রিসভা থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী থেকে অব্যাহতি দেওয়া হয়। এমনকি দলে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়।

এ পরিস্থিতিতে তিনি দেশে ফিরবেন কি না সে ব্যাপারে ব্যাপক জল্পনা কল্পনা ছিলো সর্বসাধারণের মনে।

ঢাকা জার্নাল, নভেম্বর ২৩, ২০১৪ 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.