মনুষ্যবর্জ্যচালিত প্রথম বাসের যাত্রা

নভেম্বর ২০, ২০১৪

Bus-1416493027ঢাকা জার্নাল: মানুষের বর্জ্য দিয়ে গ্যাস তৈরি করে তার মাধ্যমে চালানো ইঞ্জিনের বাস আজ বৃহস্পতিবার প্রথম পথে নামানো হয়েছে। ব্রিটেনে তৈরি হয়েছে বাসটি। অবশ্য গ্যাস তৈরিতে মানুষের বর্জ্যরে সঙ্গে খাদ্যবর্জ্যও ব্যবহার করা হচ্ছে।

দ্য ইন্ডিপেনডেন্ট অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

বর্জ্যচালিত এই বাসের নাম ‘বায়ো-বাস’। কার্বন হ্রাস করে পরিবেশকে দূষণমুক্ত রাখার পরিকল্পনা থেকে ব্রিটেনের ইঞ্জিনিয়াররা তৈরি করেছেন এই বাস। এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব। এ ধরনের বাসের ইতিহাসে এটিই প্রথম।

ব্রিটেনের ব্রিস্টলভিত্তিক বর্জ্যশক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান জেনইকো এই বায়ো-বাস তৈরি করেছে।

ব্রিটেনের বাথ থেকে ব্রিস্টল বিমানবন্দর পর্যন্ত যাত্রী বহন করছে জেনইকোর বায়ো-বাস। ৪৬ আসনের বাসটি এক ট্যাঙ্ক গ্যাসের সাহায্যে ১৮৬ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম।

জেনইকোর জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাদিকের বিশ্বাস মনুষ্যবর্জ্য ও খাদ্যবর্জ্য দিয়ে প্রচুর পরিমাণে জৈবমিথেন গ্যাস তৈরি করা সম্ভব। এর মাধ্যমে দেশের গ্যাসের চাহিদার অনেকটাই পূরণ করা যাবে। এ ছাড়া অসংখ্য বায়ো-বাসও চালানো যাবে।

ঢাকা জার্নাল, নভেম্বর ২০, ২০১৪।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.