ইকবাল সোবহান চৌধুরী ও জয়কে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ

নভেম্বর ২০, ২০১৪

Iqbql_joy_sm_150416990ঢাকা জার্নাল: শেখ হাসিনার ছেলে সজিব আহমেদ ওয়াজেদ জয়কে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নিয়োগ করেছে সরকার। এছাড়া সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে একই পদ মর্যাদায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা নিয়োগ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(বি)(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে ইকবাল সোবহান চৌধুরীকে তথ্য উপদেষ্টা পদে নিয়োগ প্রদান করেন। অপরদিকে সজীব আহমেদ ওয়াজেদকে (জয়) প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা পদে নিয়োগ প্রদান করেছেন।

উপদেষ্টা হিসেবে তারা প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন। এ নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক।

তথ্য উপদেষ্টা হিসেবে ইকবাল সোবহান প্রয়োজনীয় জনবলসহ অফিস, সরকারি যানবাহন এবং দায়িত্ব পালনকালে মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের সঙ্গে আসন গ্রহণ করবেন।

তবে উপদেষ্টা হিসেবে জয়ের কোনো সুযোগ-সুবিধার রাখা হয়নি।

ঢাকা জার্নাল, নভেম্বর ২০, ২০১৪।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.