রাবি শিক্ষক হত্যা : গ্রেপ্তার ১১ জন দুই দিনের রিমান্ডে

নভেম্বর ১৯, ২০১৪
lilon-141_69304ঢাকা জার্নাল: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম হত্যা মামলার গ্রেপ্তারকৃত ১১ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার বেলা ১২টার দিকে রাজশাহী চিপ মেট্রোপলিটন আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজশাহী মহানগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওসি জানান, আদালতে বেলা ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলামকে হত্যা মামলার ১১ আসামিকে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে নগরীর চৌদ্দপাই এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন অধ্যাপক ড. শফিউল ইসলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ হত্যার ঘটনায় রোববার রাবি রেজিস্ট্রার অধ্যাপক ড. এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ঢাকা জার্নাল, নভেম্বর ১৯, ২০১৪।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.