অভিনয়ে ফাতেমা-তুজ জোহরা

অক্টোবর ১২, ২০১৪

fatema-tuj-johoraঢাকা জার্নাল: অনেক আগে বলেছিলেন, অভিনয়ের প্রস্তাব পেলে নিয়মিত অভিনয় করবেন। এবার সে ইচ্ছে পূরণ হলো সঙ্গীতশিল্পী ফাতেমা-তুজ জোহরার। ধারাবাহিক নাটক ‘মাতাল হাওয়া’-তে অভিনয় করতে দেখা যাবে তাকে। এটি রচনা ও পরিচালনা করেছেন মেহেদী বিন আশরাফ।

নাটকে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নওশীন,  মীম,  প্রান রায়,  অপর্না,  রওনক হাসান, অর্শা,  সুষমা,  ম ম মোর্শেদ, ড. এনামুল হক, কচি খন্দকার, রিফাত চৌধুরী প্রমুখ।

পরিচালক মেহেদী বিন আশরাফ সূত্রে জানা যায়, সঙ্গীতশিল্পী ফাতেমা-তুজ জোহরা প্রথমবার কোনো ধারাবাহিকে অভিনয় করেছেন। 

তিনি আরো জানান, এটি একটি পারিবারের কাহিনী নিয়ে রম্য ও প্রেমের গল্প। নগরীর একটি কলোনীকে কেন্দ্র করে বিচিত্র সব পরিবারের কাহিনী ফুটে উঠেছে।  

চ্যানেল আইতে ১৩ অক্টোবর থেকে প্রচার শুরু হচ্ছে এই নাটকটি। প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯ টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘মাতাল হাওয়া’।

তাঁর অভিনীত প্রথম টিভি নাটকের নাম ‘লাগুক দোলা’। ১৯৮৪ সালে বিটিভিতে প্রচারিত হয় নাটকটি। এরপর এ পর্যন্ত প্রায় ১০টি এক ঘণ্টার নাটকে অভিনয় করেছেন বলে জানা যায়। 

ঢাকা জার্নাল, অক্টোবর ১২, ২০১৪

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.