সেন্টমাটিনে আটকা পড়েছেন ৩ শতাধিক পর্যটক

অক্টোবর ১১, ২০১৪

saintmartin_928734607ঢাকা জার্নাল: ঘূর্ণিঝড় ‘হুদহুদ’ এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। কক্সবাজার উপকূলে স্বাভাবিক অবস্থার চেয়ে জোয়‍ারের পানি বৃদ্ধি পেয়েছে ৪ ফুট। উত্তাল সাগরের কারণে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েছে সাড়ে ৩শত পর্যটক।

সূত্র জানিয়েছে, ঈদের পর টানা ৩টি জাহাজ যোগে প্রতিদিন গড়ে ৩ হাজার পর্যটক সেন্টমাটিনে ভ্রমণে যাচ্ছেন। এর মধ্যে অনেকেই দ্বীপে রাতযাপন করছেন। সাগর উত্তাল থাকায় শনিবার কোনো জাহাজ দ্বীপে যায়নি। যে কারণে এখানে আটকা পড়েছেন সাড়ে ৩ শত পর্যটক।

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন জানান, দ্বীপে সাড়ে ৩ শত পর্যটক আটকে আছেন। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের টেকনাফে পাঠানো হবে।

তবে, টুয়াকের একটি সূত্র বলছে- আটকা পড়া পযটকের সংখ্যা ৫শ’র মতো হতে পারে। সকালে একটি জাহাজে তাদের ফেরত আনার কথা থাকলেও আবহাওয়ার কারণে জাহাজ যেতে পারেনি। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহমোজাহিদ উদ্দিন বাংলানিউজকে জানান, আবহাওয়া স্বাভাবিক হলে এদের ফেরত আনা হবে।

কক্সবাজার আবহাওয়া অফিসের পর্যবেক্ষক দুলাল দাশ বাংলানিউজকে জানন, হুদহুদের প্রভাবে বাংলাদেশের বিভিন্নস্থানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কক্সবাজারেও বৃষ্টিপাতসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। স্বাভাবিক অবস্থার চেয়ে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে ৪ ফুটের মতো।

এদিকে, একই সঙ্গে সাগর উত্তাল হওয়ায় উপকূলে ফিরেছে বিপুল সংখ্যক ফিশিং ট্রলার। 

ঢাকা জার্নাল, অক্টোবর ১১, ২০১৪

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.