ব্র্যাক ব্যাংক লুট : আরো ১০ লাখ টাকা উদ্ধার

অক্টোবর ১১, ২০১৪

Taka_sm_345514547ঢাকা জার্নাল:  জয়পুরহাটে ব্র্যাক ব্যাংক লুটের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতারকৃত ইকবাল ওরফে ইকুর বাড়ি থেকে আরো ১০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১০টার দিকে জয়পুরহাট থানা পুলিশকে দেওয়া তথ্য অনুযায়ী কুষ্টিয়া শহরে ইকবালের বাড়ি থেকে এসব টাকা উদ্ধার করে কুষ্টিয়া সদর থানা পুলিশ।

এর আগে ৮ অক্টোবর (বুধবার) ভোরে ব্র্যাক ব্যাংক লুটের অন্যতম পরিকল্পনাকারী ইকবালকে কুষ্টিয়া শহর থেকে নয় লাখ টাকাসহ গ্রেফতার করে জয়পুরহাট থানা পুলিশ।

জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি) বিমান চন্দ্র কর্মকার শুক্রবার রাতে জানান, জয়পুরহাটের পুলিশ হেফাজতে থাকা গ্রেফতারকৃত ইকবালকে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছ থেকে এ তথ্য পাওয়া যায়। 

পরে এ খবর কুষ্টিয়া সদর থানা পুলিশকে অবগত করা হলে রাত ১০টার দিকে ইকবালের নিজ বাড়ি থেকে আরো ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। 

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে জয়পুরহাট শহরের ব্যস্ততম প্রধান সড়কের শাহজাহান ম্যানসনের দ্বিতীয় তলায় দেয়াল কেটে ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৯৫ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় ব্যাংকের ম্যানেজার ফজলে রাব্বী চৌধুরীর দায়েরকৃত মামলার জের ধরে ইতোমধ্যেই পুলিশ দুইজনকে এবং র‌্যাব সাতজনকে আটক করে। এতে উদ্ধারকৃত টাকার পরিমাণ দাড়ালো ৭৫ লাখ।

ঢাকা জার্নাল, অক্টোবর ১১, ২০১৪

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.