শামীম-আইভীর আনকাট টক-শো ভিডিতে

আগস্ট ১৭, ২০১৪

Shamim_Ivyটেলিভিশনের আলোচনায় মুখোমুখি হয়ে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান ও সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর উত্তপ্ত বাক-বিতণ্ডার আরো একটি ভিডিওর অংশবিশেষ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় এই দুই জন প্রতিনিধি সরকারের একটি তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দেয়ার পর গত ১২ অগাস্ট রাতে একাত্তর টেলিভিশনের ওই অনুষ্ঠানে যান।

সরাসরি সম্প্রচারিত সেই অনুষ্ঠানে নারায়ণগঞ্জের দুই নেতার উত্তপ্ত বাক্য বিনিময় সেদিনই তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দেয়। ওই অনুষ্ঠানের ভিডিওসহ একটি প্রতিবেদনও প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

আলোচনার বিরতি ও অনুষ্ঠানের পরও শামীম ও আইভীর মধ্যে বিতণ্ডা চলে, যা টেলিভিশনে সরাসরি দেখানো হয়নি। তবে ওই সময়ের আংশিক ভিডিও সচেতন নামের একটি গুগল অ্যাকাউন্ট থেকে ইউটিউবে তোলা হয়েছে।

অনুষ্ঠানের বিরতিতে ওই ভিডিওর শুরুতেই খোলা ক্যামেরার সামনে সেলিনা হায়াৎ আইভীকে উত্তেজিত হয়ে কথা বলতে দেখা যায়। তবে কেন তিনি উত্তেজিত হয়ে উঠলেন, সে অংশটি ভিডিওতে আসেনি।

শামীমকে উদ্দেশ্য করে মেয়র আইভীকে বলতে শোনা যায়, “তুই আয়, চল নারায়ণগঞ্জ।”

এ সময় সাংসদ শামীম বলেন, “আয়, চল। এক বাপের মেয়ে হলে চল, নারায়ণগঞ্জ যা।”

আইভী বলেন, “তুই কি মনে করিস যে তুই শামিম ওসমান দেইখা সারা বাংলাদেশে তুই কিছু হইয়া গেছিস।”

এ পর্যায়ে একাত্তরের কর্মীদের ছুটে আসতে দেখা যায়। প্রতিষ্ঠানটির বিশেষ প্রতিনিধি ফারজানা রূপাকে দেখা যায় আইভীকে শান্ত করার চেষ্টা করছেন। এ সময় তিনি বলতে থাকেন, “এতে আমারও দায় আছে। প্লিজ শান্ত হোন।”

এর মধ্যেই আইভীকে উদ্দেশ্য করে শামীম বলে ওঠেন, “করাপটেড ওম্যান।”

এতে আইভী আরো উত্তেজিত হয়ে ওঠেন। তিনি বলেন, “আমি করাপটেড, আর তুই কি অকরাপটেড… ডাক দুদককে ডাক। ডাক দুদককে।”

শামীম বলেন, “এই যে তোর দলিল তো এখানেই আছে।”

আইভী বলেন, “তুই কেন দুদকের কাছে যাস না? কেন যাস না?”

শামীম বলেন, “খবরদার… তুই তোকারি বন্ধ করো বলতেসি। এই জন্যই আমি বলছিলাম, ওই ধরনের ভদ্র মহিলা না সে। এদের ব্যাক গ্রাউন্ড এই রকমই।”

এই বক্তব্যে দৃশ্যত ক্ষিপ্ত আইভী বলেন, “ইয়েস আমার ব্যাকগ্রাউন্ড এইরকমই।”

এ সময় শামীম বলেন, “কাপড় তুলে কথা বলে…”

অনুষ্ঠানের সঞ্চালক শাকিল আহমেদকে উদ্দেশ্য করে আইভী বলেন, “না, উনার এটিচিউড… ঠিক আছে আমি খারাপ, আমি খারাপ, তাহলে কেন ডাকছেন? হোয়াই? আপনি যখন ডাকছেন তখন তো আমি রাজি হইছি। তাহলে উনি (শামীম) কেন আপনাকে ব্লেম দিয়ে বলল যে…..”

সঞ্চালক এ সময় কিছু একটা বললে আইভী বলেন, “কোথায় আক্রমণ করেছি। নো, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন- গড ফাদার কাকে বলেছেন …. নো, নো … নো।”

এ সময় একাত্তর টেলিভিশনের সিইও সামিয়া জামানকে উঠে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করতে দেখা যায়।

সঞ্চালক বলেন, “উনি এখানে ধমকাবে, আর…।”

এরই মধ্যে শামীম ওসমান বলে ওঠেন, “আর একটা খারাপ কথা বললেই এখানে কিন্তু সমস্যা হবে আমি বলে দিলাম।”

এ কথার পর আইভী উঠে দাঁড়িয়ে মাইক্রোফোন খুলে ফেলতে শুরু করেন। তিনি বলেন, “আমি যা করব, নারায়ণগঞ্জ গিয়ে করব।”

এ পর্যায়ে অনুষ্ঠানের সঞ্চালক শাকিল ও আলোচক গোলাম মোর্তজা মেয়র আইভীকে শান্ত করার চেষ্টা করেন। সামিয়া জামানও এগিয়ে যান।

গোলাম মোর্তজা বলেন, “আপা চলে যায়েন না। বসেন। আপনি বসেন।”

আইভী দাঁড়িয়ে থেকেই শামীমকে উদ্দেশ্য করে বলেন, “এই, সংসদ সদস্য হন, নাইলে শেখ হাসিনার অতি প্রিয়ভাজন হন, কিন্তু আপনি এইভাবে ধমকায়ে কাউকে কথা বলতে পারেন না।”

শামীম বলেন, “আঙ্গুল নাড়ায়ে কথা বলো না, মেয়েমানুষ দেখে এতোক্ষণ পর্যন্ত আমি সহ্য করতেছি কিন্তু।”

আইভী বলেন, “আরে মেয়েমানুষ দেখে কী? কবরীরে মারতে গেছেন, আবার মেয়ে মানুষ কী। কোনো মেয়ে মানুষরে ইজ্জত করেন নাকি আপনে। আপনার ইজ্জত আছে নাকি?”

তাদের শান্ত করার চেষ্টায় সঞ্চালককে এ সময় বলতে শোনা যায়, “আপনারা জনপ্রতিনিধি। গোটা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে।”

শামীম সঞ্চালককে বলেন, “কার সাথে বসাইতেছেন আপনি।”

সঞ্চালক আবারো বলেন, “গোটা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। উই ক্যাননট ক্রস দ্যা লাইন।”

শামীম বলেন, “এই জন্য আমি প্রথমে এসেই বলছি… সে আসবে এটা যদি আমি জানতাম আমি আসতাম না।”

এরপর আবারো আলোচনা শুরু হয় এবং সরাসরি সম্প্রচার শুরু হয়।

এরপর ভিডিওর একটি অংশে শামীম ও আইভীকে কথা বলতে শোনা যায়। তখনো তাদের মধ্যে কথা কাটাকাটি চলে। তবে ওই অংশের কোনো ছবি ভিডিওতে দেখানো হয়নি।

ভিডিওতে শেষ অংশে পর্দায় একাত্তর টিভির লোগো দেখা যায়; এ সময় কথা শুনে বোঝা যায় আলোচনা শেষে সরাসরি সম্প্রচার শেষ হলেও রেকর্ডিং চলছে। এরপর চালু থাকা ক্যামেরায় ছবিও দেখা যায়।

ফারজানা রূপা এ সময় বলছেন, “আমরা এটা দায়িত্ব মনে করছি যে দ্রুততম সময়ে এটা অ্যারেঞ্জ করার।”

আলোচক গোলাম মোর্তজা ও শামীমের কিছু কথোপকথনও এ সময় শোনা যায়।

যাওয়ার সময় আইভী কিছু একটি বললে শামীম বলে ওঠেন, “এই মেয়ে এই মেয়ে এই এই, মুখ দিয়ে কথা বলে না, মেয়ে মানুষ আস্তে বল।… এই দেখছেন তো, এই হইলো পরিচয়।… গালি দেয়, দেখবেন গালি.. এই দেখেন।”

এ সময় কেউ একজন শামীমকে থামানোর জন্য বলে ওঠেন, “ভাই, আপনি ওইদিকে যায়েন না।”

অনুষ্ঠান শেষের পরিস্থিতি ওইদিনই নিজের ফেইসবুক স্ট্যাটাসে তুলে ধরেন অনুষ্ঠানের তৃতীয় আলোচক গোলাম মোর্তজা।

তিনি লেখেন, “অনুষ্ঠান শেষে কিছু একটা বলে আইভী যখন বের হয়ে যাচ্ছিলেন তখন তিনি (শামীম) মারতে ছুটে যাচ্ছিলেন। তাকে ধরে ঠেকানো হয়। বিরতিতে আমার উপর যেভাবে ক্ষিপ্ততা দেখিয়েছেন, ব্যক্তিগত আক্রমণ করেছেন, তাতে যে কারোরই ভয় পাওয়ার কথা।”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.