ভাঙছে বিএনপি জোট

আগস্ট ১৭, ২০১৪

bnpঢাকা জার্নাল: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে কাঙ্ক্ষিত মূল্যায়ন না পাওয়া এবং এরইমধ্যে জোট থেকে বেরিয়ে যাওয়া কয়েকটি রাজনৈতিক দলের সমন্বয়ে ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট অ্যালায়েন্স (ডিএনএ) নামের আরেকটি নতুন জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে খুব শিগগিরই। 
 
সূত্র জানায়, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে জামায়াতের দাপটে সব সময় কোণঠাসা হয়ে থাকা শরিক দলগুলোই মূলত নতুন জোট গঠনের উদ্যোগ নিয়েছে। এছাড়া ১৪ ও ২০ দলীয় জোটের বাইরে থাকা কয়েকটি রাজনৈতিক দল এদের সঙ্গে যুক্ত হচ্ছে। 
 
দলীয় সূত্রে জানা গেছে, ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট অ্যালায়েন্স (ডিএনএ) নামের ওই জোটের সমন্বয় করছেন ২০ দলীয় জোট থেকে সদ্য অব্যহতি পাওয়া ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু।  
 
এছাড়া কাক্ষিত মূল্যায়ন না পেয়ে সম্প্রতি ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়া ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হকও নতুন এ জোটের সঙ্গে থাকছেন বলে জানা গেছে। 
 
২০ দলীয় জোট থেকে বহিষ্কার হওয়া মুসলীম লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া সালাহউদ্দীন কাদের চৌধুরীর বোন জোবায়দা কাদের চৌধুরীর নেত্বাধীন মুসলীম লীগও নুতন জোট ডিএনএ-তে যোগ দিচ্ছে। 
 
সূত্র জানায়, ২০ দলীয় জোটে থাকা আরও অন্তত ৫টি রাজনৈতিক দলের ডিএনএফে আসার সম্ভাবনা রয়েছে। এদের মধ্যে খন্দকার গোলাম মোর্ত্তজার নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টিরও (এনডিপি) বিএনপির নেতৃত্বাধীন জোট ছেড়ে ডিএনএফে যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। 

এ ব্যাপারে জানতে চাইলে এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু বলেন, শুধু এনডিপি নয়, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনেকেই ডেমেক্রেটিক ন্যাশনালিস্ট অ্যালায়েন্সে চলে আসবে। আপাতত ১১ টি রাজনৈতিক দল ডিএনএ-তে যোগ দিচ্ছে বলেও জানান নতুন জোটের এই উদ্যোক্তা ও সম্ভাব্য সমন্বয়ক।
 
সূত্র জানায়, জোট গঠনের লক্ষে এনডিপি সভাপতি খন্দকার গোলাম মোর্ত্তজা ও সাধারণ সম্পাদক আলমগীর মজুমদারসহ সমমনা বেশ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা রোববার বিকালে সালাহউদ্দীন কাদের চৌধুরীর বোন মুসলীম লীগের সভাপতি জোবায়দা কাদের চৌধুরীর বাসায় মিটিংয়ে বসছেন। ওই মিটিংয়ে জোটের রূপরেখা ঠিক হতে পারে। 
 
নতুন জোট ডেমেক্রেটিক ন্যাশনালিস্ট অ্যালায়েন্সে শরিক দল হিসেবে আরো যারা থাকছে তাদের মধ্যে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণপার্টি থেকে বহিষ্কার হওয়া আব্দুল মালেক চৌধুরীর নেতৃত্বাধীন জাগোদল, সৈয়দ হারুন অর রশিদ এর নেতৃত্বাধীন সোনার বাংলা পার্টির নাম শোনা যাচ্ছে। 
 
এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ২০ দলীয় জোটে ভাঙনের কোনো খবর এই মুহুর্তে আমার জানা নেই। আমাদের জোট এখনো অটুট আছে। সরকারের নিপীড়ন নির্যাতনের মধ্যেও শনিবারের কর্মসূচি (গাজায় গণহত্যার প্রতিবাদে ২০ দলীয় জোটের কালো পতাকা মিছিল)-ই তার প্রমাণ। 
 
জোটের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে ‘জোট ভাঙনের’ গুজব ছড়ানোর চেষ্টা হতে পারে বলেও মন্তব্য করেন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ নেতা।  লিখেছেন- আসাদ জামান, সৌজন্যে বাংলানিউজ। 
 
ঢাকা জার্নাল, আগস্ট ১৭, ২০১৪।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.