নয়াপল্টনে পুলিশের কঠোর অবস্থান

আগস্ট ১৬, ২০১৪

BNPঢাকা জার্নাল: দুপুর ১২টা না বাজতেই পল্টন এলাকায় বাড়ছে পুলিশ। বিজয়নগর, কাকরাইল ও ফকিরাপুল এলাকার গলির মুখে পুলিশ সদস্যরা কঠোর অবস্থান নিয়েছেন।  

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শনিবার বিকেল ৩টায় পল্টন বিএনপি অফিসের কালো পতাকা মিছিল করবে বিএনপি। 

পুলিশ মোতায়েনের বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ বাংলানিউজকে বলেন, কালো পাতাকা মিছিলের নামে যাতে কোনো প্রক‍ার বিশৃঙ্খলা না হয় এজন্য পল্টনসহ এর আশপাশ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা সহযোগিতা করবো। 

বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, পল্টনসহ এর আশপাশ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ। মোতায়েন করা হয়েছে। তবে পুলিশ আমাদের কোনো বাধা দেয়নি। আশা করছি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে। 

ঢাকা জার্নাল, আগস্ট ১৬, ২০১৪।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.