কামাল মজুমদারের মোহনা টেলিভিশনের সাংবাদিকরা দুই মাসের বেতন পাননি

জুলাই ২৮, ২০১৪

Kamal mumderঢাকা জার্নাল: আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য কামাল মজুমদারের টেলিভিশন চ্যানেল মোহনার সাংবাদিকদের দুই মাসের বেতন হয়নি।

ঈদের আগে জুন ও চলতি জুলাই মাসের বেতন ও বোনাস না পেয়ে ঈদ আয়োজন নেই তাদের। উল্টো চাকরির মায়ায় সব সাংবাদিকরা ঈদের ডিউটি পালন করছেন। আর যারা পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করার জন্য ছুটি নিয়েছেন তারা যেতে পারছেন না।

একজন সাংবাদিক তার পরিচয় গোপন রেখে ঢাকা জার্নালকে জানান, গার্মেন্টস কর্মীদৈর চেয়েও খারাপ অবস্থা। বেতন বোনাস না হওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমেও জানাতে পারছি না। আর পরিবারের সদস্যদেরও নয়। এ অবস্থায় রয়েছে সাংবাদিকরা।

তিনি আরও জানান, সম্প্রতি হাতে গোনা কয়েকজন সাংবাদিকদের কিছু টাকা দিলেও সবাই রয়েছে পাওয়া ঈদের আগে পাওয়ার অপেক্ষায়।

মোহনা চ্যানেলের অপর একজন সাংবাদিক তার পরিচয় গোপন রাখার শর্তে জানান, দুই মাসের বেতনই দেয়নি কর্তৃপক্ষ, বোনাস পাওয়াতো দুঃস্বপ্ন।

তিনি বলেন, সাংবাদিকদের এ দূরাবস্থা দূর করতে কেউ এগিয়ে আসেনি। অন্তত দুই মাসের বেতন দিলেও তারা কোনো রকমে ঈদের আগে পরিবারের সদস্যদের সামনে দাঁড়াতে পারেন।

ঢাকা জার্নাল, ২৮ জুলাই, ২০১৪

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.