না’গঞ্জ বিএনপির ইফতারে ‘অভুক্ত’ শতাধিক রোজাদার

জুলাই ২৭, ২০১৪

narayanganjনারায়ণগঞ্জ: চরম বিশৃঙ্খলার ইফতারে সাংবাদিকসহ ইফতার করতে পারেন নি শতাধিক মানুষ। অভুক্ত অবস্থায় ফেরত ফেরত যেতে হয় এসব রোজাদারদের। আর যারা ইফতার করতে পেরেছেন তারাও নাখোশ নিম্নমানের খাদ্যসামগ্রীতে।

জানা যায়, নারায়ণগঞ্জ নগর বিএনপি শনিবার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনের প্রস্তুতি নিয়েছিল। কিন্তু গত মঙ্গলবার হঠাৎ করেই নগর বিএনপি বাদ দিয়ে ইফতার আয়োজনের উদ্যোগ নেয় জেলা বিএনপি। এজন্য শুরু হয় দাওয়াত দেওয়ার প্রস্তুতি। রাজনৈতিক, বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানে ওই ইফতারের আয়োজন করা হয় নারায়ণগঞ্জের অভিজাত ক্লাব হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে।

বিকেল সোয়া ৬টার মধ্যে হলরুমের ৬শ’ আসনের সবগুলো পূর্ণ হলেও অনেক নেতাকর্মী আর সাংবাদিক আসতে থাকেন। কিন্তু তাদের বসাতে পারেনি আয়োজকরা। তখন থেকেই শুরু হয় হৈ চৈ আর বিশৃঙ্খলা। মঞ্চের সামনেও নেতাদের সামনেই কর্মীরা এসে হৈ চৈ শুরু করে।

সবাইকে বসতে না দিতে পেরে ও অনেকে ইফতার না পাওয়ায় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার উপস্থিত সবার কাছে ক্ষমা চান।

তিনি বাংলানিউজকে জানান, আয়োজনের তুলনায় মানুষ বেশিশী হওয়ার কারণেই এটা হয়েছে। তবে এটা ভালো লক্ষণ।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা,  জুলাই ২৭, ২০১৪ 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.