প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

জুলাই ২৪, ২০১৪

primaryসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিতে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে।

মৌখিক পরীক্ষার জন্য ২০ হাজার হাজার ৪৭৯ জনকে উত্তীর্ণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।

তিনি বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) জেলাওয়ারি ফল পাওয়া যাবে।

গত বছরের ৮ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ৯ লাখ ৬৮ হাজার ১২৭ জন আবেদন করেন। এদের মধ্যে ৭ লাখ ৫৫ হাজার ৬৬৮ জন লিখিত পরীক্ষায় অংশ নেন।

কিন্তু এই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলে গত ১২ নভেম্বর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

তদন্তে প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলায় গত বছরের ৮ ডিসেম্বর ১৭ জেলার শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল করা হয়।

বাতিল হওয়া ১৭ জেলার শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা গত ১৮ এপ্রিল নতুন করে নেয়া হয়েছে।

প্রাক-প্রাথমিক শ্রেণিতে প্রায় ৭ হাজার সহকারী শিক্ষক নিয়োগে গত বছরের ২ জুলাই বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় এ পরীক্ষার মাধ্যমে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান বাদে বাংলাদেশের অন্য সব জেলা থেকে শিক্ষক নিয়োগ করা হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.