রাষ্ট্রপতির সঙ্গে পরমাণু বিজ্ঞানীদের সাক্ষাৎ

জুলাই ২৩, ২০১৪

Presidentঢাকা জার্নাল:  বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘের নবনির্বাচিত কর্মপরিষদের সদস্যরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন।

মঙ্গলবার সংগঠনের সভাপতি মো. মনজুরুল হকের নেতৃত্বে কমিটির সদস্যরা বঙ্গভবনে যায়।
রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, সাক্ষাতকালে প্রতিনিধি দলটি রাষ্ট্রপতিকে তাদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানায়।
“চট্টগ্রামে তাদের একটি বিকিরণ পরীক্ষাগার, ১৫টি নিউক্লিয়ার মেডিসিন সেন্টার এবং একটি টিস্যু ব্যাংক রয়েছে।”
পরমাণু বিজ্ঞানীরা রাষ্ট্রপতির কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সার্বিক সহযোগিতা কামনা করেন।
তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে ফলসহ পচনশীল খাদ্যদ্রব্যে ফরমালিন ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

ঢাকা জার্নাল, জুলাই ২৩, ২০১৪

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.