দুষ্টু বাতাস থেকে স্ত্রীকে বাঁচালেন ওবামা!

এপ্রিল ১২, ২০১৪

michelle_bg_239312627টেক্সাসের অস্টিনে একটি অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন থেকে সবাইকে হাত নেড়ে বিদায় জানিয়ে উড়োজাহাজে উঠছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল। এর আগ থেকেই দমকা বাতাস বইছিল। ওবামা-মিশেল যখন সিঁড়ি বেয়ে উড়োজাহাজে উঠছিলেন বাতাস যেন আরও জোরে বইতে থাকলো।

 

সিঁড়ির মাঝ বরাবর পৌঁছুতেই দুষ্টু বাতাস মিশেলের স্কার্টকে উড়িয়ে দিচ্ছিল। ঠিক তখনই ‘আদর্শ
ও কর্তব্যপরায়ণ’ স্বামীর মতো মিশেলের স্কার্ট এক হাত দিয়ে চেপে ধরেন ওবামা। মিশেলকে রক্ষা করেন বিব্রতকর পরিস্থিতিতে পড়া থেকে।

কেবল উড়োজাহাজে ওঠার সময়ই নয়, অস্টিনে নামার সময়ও সেই দুষ্টু বাতাস বইছিল দমকা বেগে। এবারও নামার সময় যথারীতি সতর্ক ‘স্বামী’ ওবামা। মিশেল সিঁড়ি বেয়ে নামছিলেন, আর ওবামা এক হাত দিয়ে বাতাসে ওড়া থেকে স্ত্রীর স্কার্টকে নিয়ন্ত্রণে রাখছিলেন।

ওবামা-মিশেলের সঙ্গে বাতাসের দুষ্টু খেলার এসব ছবি প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক একটি সংবাদ মাধ্যম।

সংবাদ মাধ্যমটি বলছে, স্বামী ওবামার সচেতনতায় ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটনের মতো বিব্রতকর পরিস্থিতি থেকে নেহাত বেঁচে গেলেন মিশেল। সম্প্রতি নিউজিল্যান্ড সফরে উড়োজাহাজ থেকে নামার সময় বেপরোয়া বাতাসের কাণ্ডে ব্রিটিশ রাজবধূ কেটের স্কার্ট প্রায় বিপদসীমার উপর দিয়েই উড়েছিল।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.