সুজন সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলা

মার্চ ৩১, ২০১৪

sujonঢাকা জার্নাল : সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি-সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে দশ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা (নম্বর ১১৪) করেছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাস।

রবিবার দুপুরে রাজশাহীর আমলী আদালত (২) এ মামলাটি দায়ের করেন তিনি। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মতিন পরবর্তী আদেশের শুনানির জন্য আগামী ৭ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেছেন।

মামলার আসামি করা হয়েছে সুজন সভাপতি হাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, রাজশাহী অঞ্চলের সমন্বয়ক সুব্রত পাল ও সহযোগী সমন্বয়ক সানজিদা হক বিপাশাকে।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৫ মার্চ অনুষ্ঠিত গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করেন। সুজনের উদ্যোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তথ্যাবলি সম্পর্কিত একটি প্রচারপত্র বিলি করা হয়। ওই প্রচারপত্রে চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন বিশ্বাসের নাম ছিল না। এ ছাড়া প্রচারপত্রে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বলে অপপ্রচার চালান সুজন কর্মীরা। এ কারণে গত ১৫ মার্চ ভোটাররা সালাউদ্দিন বিশ্বাসকে ভোট দেননি। এর ফলে নির্বাচনে তিনি পরাজিত হন। এতে তার ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর আগে অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাস সুজন সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠান। গত ২৩ মার্চ নোটিশের জবাব দেয় সুজন।

ঢাকা জার্নাল, মার্চ ৩০, ২০১৪।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.