জাতীয় কবি নজরুলের সামগ্রিক রচনা ইংরেজিতে

মার্চ ২৯, ২০১৪

Nazrulচুরুলিয়া, পশ্চিমবঙ্গ ভারত, ঢাকা জার্নাল : এই প্রথম বের হলো বাংলাদেশের জাতীয় কবি নজরুলের সামগ্রিক রচনার স্বাচ্ছন্দ ইংরেজি অনুবাদ প্রথম খন্ড বের হয়েছে।

বইটির ভূমিকায় প্রখ্যাত নজরুল গবেষক ড. বাঁধন সেনগুপ্ত বলেছেন, কিছু কবিতা পাঠে এবং গান সুরে জনপ্রিয়তা পেয়েছে আগেই ইংরেজি ভাষায়। এবার তা বই আকারে পাওয়া যাবে। এই প্রথম নজরুলেরর সামগ্রিক রচনার স্বাচ্ছন্দ ইংরেজি অনুবাদ ‘SELECTED NAZRUL VOLUME I by Giasuddin Dalal’। সুরে ছন্দে ১০০ খানা গান কবিতা বাংলা ইংরেজির পাশাপাশি এবং মৃত্যুক্ষুধা উপন্যাস ‘Hunger for Death’ নামে। এতে রয়েছে প্রচুর তথ্য ছবি ও গবেষণামূলক আলোচনা।

আরো আসছে ছোটদের কবিতা, ২৫০টি গান উপন্যাস নাটক ছোটগল্প প্রবন্ধ বক্তৃতা সব ইংরেজিতে।

এ কাজে ২০০৮ সাল থেকে লেগে আছেন বাংলা আমার সরষে ইলিশের কবি। ব্রত তুলে দেবেন নজরুলকে বিশ্ব পাঠকের হাতে। লেখকের এ দায় ইতিহাসের।

কোলকাতার গোর্কি সদন সাধুবাদ জানিয়েছে  লেখককে।

ভাল কাগজে  ছাপা ও বাঁধাই বইটি পেতে যোগাযোগ করুন ৯৩৩২০৭৬৯৩৯ নম্বরে অখবা এই ই-মেইলে

tulip.promotesnazrul@gmail.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.