বরিশালে জীবনানন্দ দাস মেলা

মার্চ ২৯, ২০১৪
ঝবিনান্দ দাসবরিশাল : জাতীয় কবিতা পরিষদ উদ্যোগে বরিশালে তিন দিনব্যাপী শুরু হয়েছে দ্বিতীয় জীবনানন্দ দাস মেলা ।

অমৃত লাল দে মহাবিদ্যালয় প্রাঙ্গনে শুক্রবার সকাল ১০ টায় এ মেলার উদ্বোধন করেন ড. হায়াৎ মাহমুদ।

তিনি বলেন, জীবননান্দ দাসকে নিয়ে বাংলা ও বরিশালবাসী গৌরবান্বিত। তিনি কবিতায় আজো অপ্রতিদ্বন্দ্বী। তাকে নিয়ে এই আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। এজন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

উদ্বেধনী অনুষ্ঠানের পর র‌্যালি বের হয়ে। র‌্যালিটি জীবনানন্দ দাসের বাড়ি সংলগ্ন মিলনায়তনে আলোচনা সভাস্থলে পৌঁছে। এখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. শহীদুল আলম ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি অসীম সাহা।

তিন দিনের এই অনুষ্ঠানে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশপাশি আয়োজন করা হয়েছে গুনীজনদের সংবর্ধনার।

সন্ধ্যা সাড়ে ছয়টায় অমৃত লাল দে কলেজ প্রাঙ্গনে, দ্বিজেন শর্মা, সুব্রত বড়ুয়া, খায়রুল আলম সবুজ ও ড. কাজল বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধিত করা হবে। এছাড়াও মেলা উপলক্ষে আয়োজন করা হয়েছে বই মেলার।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.