পিডিবির প্রকৌশলীকে পেটালেন মন্ত্রী লতিফ সিদ্দিকী

মার্চ ২৯, ২০১৪

Latifঢাকা জার্নাল : টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুতের বিক্রয় ও বিতরণ বিভাগের (পিডিবি) এক উপসহকারী প্রকৌশলীকে পিটিয়ে গুরুতর আহত করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
শুক্রবার রাত সাড়ে আটটায় মন্ত্রী তার নিজের বাসায় উপসহকারী প্রকৌশলী পুনয় চন্দ্রকে পিটিয়ে গুরুতর আহত করেন।

এ বিষয়ে বিক্রয় ও বিতরণ বিভাগ কালিহাতীর নির্বাহী প্রকৌশলী নুরে আলম এবং বিক্রয় ও বিতরণ বিভাগ (২) টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী হায়দার আলী ফকির জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মন্ত্রী লতিফ সিদ্দিকী তাদের দুইজনসহ পুনয় চন্দ্রকে বাসায় ডেকে নেন।

তার বাসায় গিয়ে উপসহকারী প্রকৌশলী পুনয় চন্দ্র মন্ত্রীর সামনে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে ছিলেন। পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকায় মন্ত্রী লতিফ সিদ্দিকী তাকে গালমন্দ করেন।

এরপর উত্তেজনার এক পর্যায়ে সামনে থাকা একটি লাঠি নিয়ে মন্ত্রী লতিফ সিদ্দিকী পুনয় চন্দ্রের মাথায় আঘাত করেন। এতে পুনয় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে এ বিষয়ে মন্ত্রীকে ফোন করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি। তার ব্যক্তিগত সহকারীকে ফোন দিলে তিনিও ফোনকল রিসিভ করেননি।

ঢাকা জার্নাল, মার্চ, ২৮, ২০১৪।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.